লাখের বেশি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড

নির্দিষ্ট ছবি চাকচিক্য তথা আরো বেশি সুন্দর করার জন্য এডিট অনেক গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন সময় আমাদের ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। কিন্তু ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে জটিলতা ফেস করি।

তবে এই আর্টিকেল ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজতে আপনাকে সহযোগিতা করবে। কারণ, আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। বহুল জনপ্রিয় একটি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps. তাহলে চলুন! বেশি কথা না বলে দেখে নেওয়া যাক, ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড অ্যাপটিকে।

অ্যাপটির নাম ও কাজ কি?

অ্যাপটির নাম: Backgrounds HD (Wallpaper) এটি ব্যবহার করার ফলে খুব দ্রুত ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড, লাইভ ওয়াচ এবং ওয়ালপেপার ডাউনলোড করা যায়। এছাড়াও নিজের প্রোফাইল ক্রিয়েট করে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড, লাইভ ওয়াচ এবং ওয়ালপেপার শেয়ার করার সুযোগ রয়েছে।

অ্যাপটিকে যেভাবে ব্যাবহার করবেন:

• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে একটি প্রোফাইল ক্রিয়েট করুন।
• এরপর আপনার যে রিলেটেড ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তা সার্চ করুন।
• সব শেষ পছন্দ হওয়া ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড টি “DOWNLOAD” বাটনে ক্লিক করে ডাউনলোড সম্পন্ন করুন।

অ্যাপটির সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:

• লক্ষাধিকের অধিক ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড রয়েছে।
• এইচডি ফরমেটে অসংখ্য ওয়ালপেপার রয়েছে।
• ফোনকে আরো সুন্দর করতে অ্যানিমেশন আকারে লাইভ ওয়াচ রয়েছে।
• সোশ্যাল নেটওয়ার্কের মত আলাদা ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড জন্য ফিড রয়েছে।
• দ্রুত ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড অথবা ওয়ালপেপার খোঁজার জন্য সার্চ বাটন রয়েছে।
• প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড এবং ওয়ালপেপার শেয়ার করার সুবিধা রয়েছে।

অ্যাপটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:

অ্যাপের ডিজাইন খুবই সুন্দর। আর সুন্দর না হওয়ার কোন অবকাশ নেই। কারণ, জনপ্রিয় এই অ্যাপসটি ইতিমধ্যে ১০০ মিলিয়নের অধিক বার প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। যা থেকে এই অ্যাপের ডেভলপারেরা বিগত দিনের তুলনায় আরো মিনিমাল ডিজাইন এবং ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস আবগ্রেড করেছে।

পাশাপাশি ইউজার ইন্টারফেস ও যথেষ্ট পরিমাণ গোছানো। তবে অ্যাডভার্টাইজিং থাকার ফলে একটু হিজিবিজি লাগে। সব মিলিয়ে এই অ্যাপের ডিজাইন ও ইউজার ইন্টারফেসকে দশের মধ্যে নয় নিঃসন্দেহে দেয়া যায়।

অ্যাপটির রেটিং এবং রিভিউ:

রেটিং: 4.4/5★
রিভিউ: 2M+

শেষ কথা:

বর্তমান সময়ে অ্যাপ ডাউনলোড প্ল্যাটফর্ম গুলোতে অসংখ্য ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড অ্যাপ খুঁজে পাওয়া যায়। তবে সকল অ্যাপ দিয়ে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কিংবা ব্যবহার করা সম্ভব নয়।

তাই আপনাদের আমরা সাজেস্ট করব, ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড ডাউনলোডের জন্য আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপটি ব্যবহার করুন। কারণ, এখানে আপনি অন্য সকল অ্যাপের তুলনায় আরো বেশি সহজে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন। ধন্যবাদ

Leave a Comment