সামনে আসছে আইপিএল! আর এই আইপিএল কে ঘিরে ক্রিকেট প্রেমীদের মাঝে এখনই উন্মাদনার ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে তো আবার এখান থেকেই প্রিয় দলের জার্সি থেকে শুরু করে আইপিএল ২০২৩ সময়সূচী সংগ্রহ করছে। যাতে প্রিয় দলের একটি খেলাও মিস না হয়ে যায়।
আমরা যদিও আপনাদের জার্সি দিয়ে সহযোগিতা করতে পারবো না। তবে আইপিএল ২০২৪ সময়সূচী কিভাবে দেখবেন এ বিষয়ে সহযোগিতা করতে পারব। আর তা নিয়েই মূলত আজকের এই আর্টিকেল। তাহলে চলুন বেশি কথা না বলে, এক নজরে দেখে নেওয়া যাক যেভাবে একটি অ্যাপের মাধ্যমে আইপিএল ২০২৪ সময়সূচী দেখবেন।
আইপিএল সময়সূচী দেখবেন
আইপিএল ২০২৪ সময়সূচী এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন জনপ্রিয় ক্রিকেট রিলেটেড স্পোর্টসঅ্যাপ তথা ক্রিকবাজ। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই কোন প্রকারের ঝামেলা ছাড়া আইপিএল ২০২৪ সময়সূচী সহ অন্যান্য খেলার সময়সূচী দেখা যায়। আইপিএল ২০২৩ সময়সূচী দেখার জন্য, প্রথমে অ্যাপটি ওপেন করুন এবং Match বাটনে ক্লিক করুন। এরপর Upcoming বাটনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আইপিএল ২০২৪ সময়সূচী।
আইপিএল সময়সূচী এর অ্যাপ ডাউনলোড
প্রথমে প্লে স্টোর ওপেন করুন। এরপর সার্চ বাটনে Cricbuzz/ক্লিকবাজ লিখে সার্চ করুন। এরপর ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড সম্পূর্ণ করুন অথবা সরাসরি এই লিংক ভিজিট করুন।
আইফোন থেকে আইপিএল সময়সূচী
অ্যান্ড্রয়েড থেকে যেভাবে আইপিএল ২০২৪ সময়সূচী আপনাদের উপরে দেখানো হয়েছে। একই প্রসেস অবলম্বন করতে পারেন আইফোন থেকেও অর্থাৎ ক্রিকবাজ অ্যাপসটি শুধুমাত্র এন্ড্রয়েডের জন্য নয়। এর পাশাপাশি আইওএস জন্য ও পাবলিশ করা রয়েছে। এজন্য অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে আইপিএল ২০২৪ সময়সূচী দেখার জন্য আপনাকে বাড়তি কোন অ্যাপস ব্যবহার করতে হবে না।
আইফোন এর জন্য অ্যাপ ডাউনলোড
প্রথমে অ্যাপ স্টোর ওপেন করুন। এরপর সার্চ বাটনে Cricbuzz/ক্লিকবাজ লিখে সার্চ করুন। এরপর ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড সম্পূর্ণ করুন অথবা সরাসরি এই লিংক ভিজিট করুন।
শেষ কথা:
ইতিমধ্যে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে আইপিএল ২০২৪ সময়সূচী দেখার জন্য প্রচুর অ্যাপ রয়েছে। কিন্তু তার বেশিরভাগই স্প্যাম। এ কারণে আমরা এই আর্টিকেলের মাধ্যমে আইপিএল ২০২৪ সময়সূচী দেখার সেরা একটি অ্যাপস শেয়ার করেছি বলে, আমরা আশাবাদী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনজয় করুন আগামীর আইপিএল খেলা। ধন্যবাদ